Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচর ডিগ্রি কলেজের স্নাতক পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান
Haimchor-2

হাইমচর ডিগ্রি কলেজের স্নাতক পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান

চাঁদপুরের হাইমচর ডিগ্রি কলেজের স্নাতক (পাস) কোর্সের সমাপনী পর্বের পরিক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও হাইমচর কলেজের গভর্নিং বডির অভিভবাবক সদস্য মো. মোতালেব জামাদার।

এসময় তিনি বক্তব্যে বলেন, ‘লেখা পড়া শিখে মানুষের মত মানুষ হয়ে সমাজের, জাতির ও সমগ্র বিশ্বের মুখ উজ্জল করবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা একদিন এ জাতির কর্ণধার হবে। তোমাদের সামনে যে টুকু সময় আছে তা সঠিক ভাবে কাজে লাগিয়ে ভাল ফলাফল অর্জন করবে। পরীক্ষায় ভালো ফলাফল করতে হলে সকল বিষয়ে সমানভাবে গুরুত্ব দিতে হবে।’

কলেজ অধ্যক্ষ মো. মানোয়ার হোসেন মোল্লা’র সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মোকলেছুর রহমান মুকুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইমচর কলেজের প্রতিষ্ঠাতা সদস্য এডঃ মোকলেছুর রহমান, কলেজ গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ শাহআলম পাটওয়ারী, ইংরেজি প্রভাষক মরিয়ম শাহরিয়া, প্রভাষক হেলাল উদ্দিন, সোহেল আলম, অধ্যায়নরত শিক্ষার্থীর মধ্যে ২য় বর্ষের মোঃ রুবেল, ১ম বর্ষের রাশেদুল ইসলাম প্রমুখ।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের শিক্ষক মোঃ তোফায়েল হোসেন।

প্রতিবেদক- বিএম ইসমাইল
: আপডেট, বাংলাদেশ সময় ১০:০৩ পিএম, ৯ জানুয়ারি ২০১৮, মঙ্গলবার
ডিএইচ