Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে ১০ জনের করোনা টেষ্ট নেগেটিভ
করোনাভাইরাস শনাক্তকরণে
ফাইল ছবি

হাইমচরে ১০ জনের করোনা টেষ্ট নেগেটিভ

চাঁদপুর জেলার হাইমচর উপজেলা আজ হতে কোন করোনা ভাইরাসের আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানাযায় হাইমচরে সর্বমোট ১০ জনের করোনা টেষ্ট করা হয়েছে যার প্রত্যেকের নেগেটিভ আসছে। এখনো পর্যন্ত চাঁদপুর জেলার মধ্যে হাইমচর উপজেলার প্রানঘাতি করোনা মুক্ত রয়েছে।

এ ব্যাপারে হাইমচর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ বেলায়াত হোসেন জানান হাইমচরে ১০ জনের নমুনা পরিক্ষা করা হয়েছে সকলে নেগেটিভ আসছে।

হাইমচরের ঈশানবালায় যে মেয়েটির পজিটিভ ধরা পড়েছে সে ও তার পরিবার সংকট মুুক্ত। হাইমচরে এক কথা বলা যায় করোনা প্রাদুর্ভাব থেকে মুক্ত রয়েছে।

প্রতিবেদক:মোঃ ইসমাইল হোসেন,২ মে ২০২০