চাঁদপুরের হাইমচর থানা আয়োজিত সোমবার (০৪ জুলাই) সকাল ১০টায় জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মৌলবাদ এর বিরুদ্ধে গণসচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা হাইমচর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
হাইমচর থানা অফিসার ইনচার্জ সৈয়দ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম এ মান্নানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো.নজরুল ইসলাম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল, হাইমচর কলেজের অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা আ’লীগ সভাপতি মোতালেব জমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সন্তোষ মজুমদার, হিন্দু, বেদ্ধৈ ও খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অজয় কুমার প্রমুখ।
প্রতিবেদক- বি এম ইসমাইল, স্টাফ করেসপন্ডেন্ট, হাইমচর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur