ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ও গাজীপুর ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। গতকাল শুক্রবার (৩০ জানুয়ারী) সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত চলা এ কর্মসূচিতে গণসংযোগ ও পথসভা করে। গণসংযোগ ও পথসভায় ছিল মানুষের ঢল, উৎসাহ আর উচ্ছ্বাসের দৃশ্য।
পথসভা ও উঠান বৈঠকে চাঁদপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সবার আগে বাংলাদেশে। সবার আগে আমরা কাজ শুরু করব হাইমচরে। বিএনপির জয় পরাজয় হাইমচরের উপর নির্ভর করে। ধানের শীষের ঘাঁটি হাইমচরের মাটি। নদী যেন না ভাঙ্গে সেই ব্যবস্থা করা হবে। বিশুদ্ধ পানি শোধনাগার তৈরির জন্য আমরা কাজ করতেছি। ধানের শীষে বিপুল ভোটে জয়লাভ করতে পারি তাহলে অনেকগুলো কাজ আমরা করতে পারবো। বাংলাদেশে মক্তব শুরু করা হয়, তাহলে আর মওদুদী থাকবে না। ভোটার যেন বাড়িতে না থাকে, সবাইকে অনুরোধ করবেন আপনারা ভোট দেওয়ার জন্য।
তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দুর্নীতিমুক্ত হাইমচর তৈরি করার চেষ্টা করব। এ ইউনিয়নে ক্লিনিক স্থাপন করা হবে। এটি হবে স্বাস্থ্য সেবা ক্লিনিক। স্থানীয় ক্লিনিকে সবাই সেবা নিতে পারবেন। আমি হলাম ধানের শীষের প্রতিনিধি। তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী হলে সবার ভাগ্য উন্নয়ন হবে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়া ইসলামকে এদেশের সমন্বিত রাখার জন্য সংগ্রাম করে গেছেন। মামুনুল হক বাবু নগরী বলেছেন খালেদা জিয়া ইসলামের জন্য কাজ করেছেন।
কর্মসূচীর শুরুতে সকাল ৯টায় দক্ষিণ আলগী ইউনিয়ন ৩ ও ৬নং ওয়ার্ডের আলগী বাজার পল্লীবিদ্যুত মোড়ে পথসভা মাধ্যমে কর্মসূচির শুরু করেন। এরপর সকাল সকাল সোয়া ৯টায় ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডের গন্ডামারা বর্ডারপুল এলাকার পথসভা, সকাল সাড়ে ১০টায় উপজেলার ৫নং ওয়ার্ডের সওদাগর বাড়িতে উঠান বৈঠক, বেলা সাড়ে ১১টায় ১নং গাজীপুর ইউনিয়নের পেদা বাড়িতে ধানের শীষের উঠান বৈঠক, বিকের সাড়ে ৩টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরপোড়ামুখী কাজীগো মোড় পথসভা, বিকের সাড়ে ৪টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের কালাচৌকিদার মোড় ৩, ৮ ও ৯নং ওয়ার্ডের পথসভা, বিকের সাড়ে ৫টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চমচর কৃষ্ণপুর জগন্নাথ দেবের মন্দির মাঠে উঠান বৈঠক, বিকের সাড়ে ৫টায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিমচর কৃষ্ণপুর জগন্নাথ দেবের মন্দির হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেন ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক।
হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটওয়ারীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা প্রতিনিধি মুফতি সাব্বির আহমেদ, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি মো. আমিন উল্যাহ বেপারী, হাইমচর উপজেলা জমিয়তুল হিজবুল্লা সাধারণ সম্পাদক মাও. ইউসুফ হোসেন, হাইমচর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নাজমুল হোসেন দুলাল, বিএনপি নেতা মুকবুল আহমেদ কাজী।
অজয় কৃষ্ণ মজুমদারের সভাপতিত্বে এবং স্বপন কুমার সরকারের পরিচালনায় হাইমচর উপজেলার দক্ষিণ আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পশ্চিমচর কৃষ্ণপুর জগন্নাথ দেবের মন্দির হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালী মন্দিরে পক্ষ থেকে জয়দেব, জগন্নাথ দেবের মন্দিরের অনিল কৃষ্ণ মাঝি, দূর্গা দেবীর মন্দিরের সহ-সভাপতি সুভাষ চন্দ্র সর্ণকার।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনূর বেগম, হাইমচর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস মেহনতি, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাসুদ মাঝি, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতা-কর্মীরা।
স্টাফ রিপোর্টার
৩০ জানুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur