Home / উপজেলা সংবাদ / হাইমচরে এইচএসসিতে ৯৬.২৭ আলিমে শত ভাগ পাস
এইচএসসিতে

হাইমচরে এইচএসসিতে ৯৬.২৭ আলিমে শত ভাগ পাস

সারাদেশে এক যুগে এইচএসসি ও আলিম পরিক্ষার ফলাফল ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয়ের। হাইমচরে কুমিল্লা বোর্ডের অধিনে এইচএসসি পরীক্ষা হাইমচর সরকারি মহাবিদ্যালয় পাসের ৯৬.২৭℅ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরিক্ষায় ২ শিক্ষা প্রতিষ্ঠানে শত ভাগ পাস।

হাইমচর সরকারি মহাবিদ্যালয়ের এইচ এস সি পরিক্ষা মোটন ৪৫৬ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে ৪৩৯ জন পাস করে। পাসের হার ৯৬.২৭%। জিপিএ ৫ পেয়েছে ৮ জন। বিএমটি শাখায় ৯৯ জন পরিক্ষা অংশ গ্রহন করে ৯৫ জন পাস করে। পাসের ৯৫.৯৬%। জিপিএ ৫ পেয়েছে ১২ জন শিক্ষার্থী।

এ বছরে আলিম পরিক্ষায় হাইমচর উপজেলার আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসা শতভাগ সাফল্য অর্জন করেছে। ২০২৩ সালে আলিম পরিক্ষায় ৫৫ জন পরিক্ষার্থী অংশ গ্রহন সকলে পাস করে। এ + ৬ জন, এ গ্রেড পেয়েছে ২৫ জন, এ – ১৮ জন ও বি গ্রেড ৫ জন। গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসায় ৩৩ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে ৩৩ জন পাস করে। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৩ জন, জিপিএ এ পেয়েছে ১২ জন পরিক্ষার্থী।

হাইমচর প্রতিনিধি, ২৬ নভেম্বর ২০২৩