Home / চাঁদপুর / হঠাৎ চাঁদপুরে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস
Apu Chandpur..

হঠাৎ চাঁদপুরে আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস

হঠাৎ করে চাঁদপুরে এসে মাতিয়ে গেলেন বর্তমান আলোচিত এবং বাংলার জনপ্রিয় অভেনেত্রী অপু বিশ্বাস। তিনি রোবাবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় চাঁদপুর শিল্পকলা একাডেমিতে প্রাণ গ্রæফ আয়োজিত এক অনুষ্ঠানে কোম্পানির কর্মকর্তা ও রিটেইলারদের মাতিয়েছেন।

হঠাৎ তার আসার কথা শুনে অবাক হয়েছেন সেখানকার লোকজন। অনেকেই যেনো বিশ্বাস করতে পারছেন না যে সত্যিই কি অপু বিশ্বাস
আসবে, নাকি তাদেরকে আটকে রাখার জন্য বলা হচ্ছে। কিন্তু সব অবসান ঘটিয়ে হঠাৎ মঞ্চে অপুকে দেখে তাক লেগে যায় দর্শকদের।

চাঁদপুর টাইমস প্রতিবেদকের সাথে অপুর বিশ্বাস।

একান্ত আলাপচারিতায় কথা হয় অপু বিশ্বাসের সাথে। তিনি চাঁদপুর টাইমসকে জানান, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুরে আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না।’

এদিকে অপু বিশ্বাস শিল্পকলায় এ কথা শুনে শত শত উৎসুক জনতা সেখানে ভীড় জমায়। তার সাথে একটা সেলফি নিতে মানুষের আগ্রহের যেনো শেষ নেই। যে যখন সযোগ পেয়েছেন তুলেছেন তার সাথে ছবি।

শরীফুল ইসলাম:
: আপডেট, বাংলাদেশ সময় ১১:০৩ পিএম, ২৮ জানুয়ারি ২০১৮, রোববার
ডিএইচ