Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩
সড়ক

মতলব উত্তরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিকসহ আহত ৩

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য একেএম গোলাম নবী খোকন সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে উপজেলার ঠেটালিয়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, মতলব উত্তরের ঠেটালিয়া মেসার্স হযরত শাহ সোলেমান ফিলিং স্টেশনের উত্তর পাশে ব্যাটারি চালিত বাইকে ৩ জন যাত্রী বসা ছিলেন। হঠাৎ পিছন দিক থেকে মতলব পৌরসভার একটি ট্রাক সজোরে ধাক্কা দিলে ব্যাটারী চালিত বাইকের যাত্রীরা ক্যানেলে পড়ে যায়। পক্ষান্তরে ব্যাটারি চালিত বাইকটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে বাইকের ড্রাইভার রাজন (২১), সাংবাদিক গোলাম নবী খোকন (৫৫) ও রিপন (৪০) মারাত্মক আহত হয়। এ তিনজনের মারাত্মক জখম হলে সাংবাদিক একেএম গোলাম নবী খোকন ও রিপনকে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক