Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ফের সড়ক দুর্ঘটনায় আহত ১

ফরিদগঞ্জে ফের সড়ক দুর্ঘটনায় আহত ১

চাঁদপুর ফরিদগঞ্জ কালির চৌরাস্তা এলাকায় সড়ক দুর্ঘটনায় ঘটনা ঘটেছে। ৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে ফরিদগঞ্জ বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় কালির বাজার চৌরাস্তা এলাকায় পিকাপ ভ্যান যার নাম্বার (ঢাকা মেট্রো-ন ১৩-২০৬৪) এর ধাক্কায় সাইকেল চালক মো. মিলন (১৮) নামের এক যুবক গুরত্বর আহত হয়।

আরও পড়ুন… ফরিদগঞ্জে ৩ মোটরসাইকেল আরোহী না ফেরার দেশে

স্থানীয়রা গুরত্বর আহত অবস্থায় সাইকেল চালক মিলনকে উদ্ধার করে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়। গুরত্বর আহত মিলন ফরিদগঞ্জ দক্ষিন ইউনিয়নের কাটাখালি গ্রামের মো. সামছুল হকের ছেলে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পিকাপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে পিকপের ড্রাইবার পালাতক রয়েছে এখন পযন্ত কেউ এই বিষয়ে থানায় অভিযোগ করেনি।

প্রতিবেদক:শিমুল হাছান,৫ নভেম্বর ২০২০