চাঁদপুর পৌরসভার ১২ ও ১৩ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণায় গণসংযোগ করেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া। ০৩ নভেম্বর বুধবার সকালে শহরের দর্জিঘাট এলাকা থেকে তিনি গণসংযোগ শুরু করেন। এসময় দোকানদার ব্যবসায়ী এবং ক্রেতাদের আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে দোয়া ও ভোট প্রত্যাশা করেন।
এডভোকেট শাহজাহান মিয়া ১৩ নং ওয়ার্ড ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বাসায় বাসায় গিয়ে খোঁজখবর নেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভয়ডর বিহীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রত্যাশা করেন। গণসংযোগে এক পথসভায় তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। এজন্য দায়ী দূর্নীতি ঘুষ এবং সৎ লোক নির্বাচন করতে না পারা। দাঁড়িপাল্লা সমর্থনে আমাকে নির্বাচিত করলে সরকারি সকল সুবিধার জন্য আপনাদেরকে আর লাইনে দাঁড়াতে হবেনা। এই সেবাগুলি আপনারা ঘরে বসেই পাবেন।
গণসংযোগকালে এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাকারিয়া মহিউদ্দিন, জেলা জামায়াতের অফিস সম্পাদক নাছির উদ্দিন, চাঁদপুর শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা ফয়সাল খান, হাবিব গাজী, ১০ নং ওয়ার্ড জামায়াতের আমীর গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড জামায়াতের নেতা আমিন বেপারী, ১৩ নং ওয়ার্ড জামায়াতের আমীর
ঘোড়ামারা আশ্রয়ণ প্রকল্পের জামায়াতের মুরুব্বি ওহাব খলিফা, জামায়াত নেতা মারুফ পাটোয়ারি, জাকারিয়া, সাইফুল ঢালী, ফারুক প্রমুখ।
স্টাফ করেসপন্ডেট/
৩ ডিসেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur