Home / আন্তর্জাতিক / প্রবাস / সৌদি আরবে ডা. দীপু মনির সাথে প্রবাসীদের মতবিনিময়

সৌদি আরবে ডা. দীপু মনির সাথে প্রবাসীদের মতবিনিময়

সাগর চৌধুরী, সৌদি আরব। আপডেট: ১০:৪৫ অপরাহ্ণ, ১০ সেপ্টেম্বর ২০১৫, বৃহস্পতিবার

সৌদি আরব সফররত বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনিসহ প্রতিনিধি দলের সাথে রিয়াদ প্রবাসী বাংলাদেশিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে রিয়াদের ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রিয়াদ দূতাবাসের উপ মিশন প্রধান ড. মোঃ নজরুল ইসলাম এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার দীপু মনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ।

বিশেষ অতিথি ছিলেন, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. সোহরাব উদ্দিন, যশোর-৩ আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, কুমিল্লা-৪ আসনের রাজী মোহাম্মদ ফখরুল, সিলেট-৫ আসনের সেলিম উদ্দিন, পাবনা-৫ আসনের গোলাম ফারুক খন্দকার এবং গোপালগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফারুক খান।

মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদশিদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে উন্মুক্ত আলোচনায় অংশ গ্রহন করেন, সালাহউদ্দিন আহমেদ ফারুক, সেলিম ভুইয়া, ডক্টর রেজাউল করিম, গোলাম মহিউদ্দীন, জাকির হোসেন, মোহাম্মদ আলী নুর, ডাক্তার আরিফুর রহমান, প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, মোহাম্মদ আইয়ুব আলী, বজলুর রহমান, কাপ্তান হোসেন, বোরহান উদ্দিন ইস্কান্দর, আফসার হোসেন চৌধুরী, ডাক্তার জাকিউল হাসান, শহিদুল ইসলাম প্রমুখ।

প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সাবেক পররাষ্ট্র মন্ত্রী ডাক্তার দীপু মনি এমপি। তিনি উপস্হিত প্রবাসীদের সকলকে দেশের সম্মান ভাবমুর্তি সমুন্নত রেখে কাজ করার অনুরোধ জানান ।

সভায় উপস্থিত ছিলেন দূতাবাসের কার্যালয় প্রধান কাউন্সিলর মনিরুল ইসলাম, কাউন্সিলর খায়রুল আলম, কাউন্সিলর মনিরুল ইসলাম, শ্রম কাউন্সিলর সারওয়ার আলম, ইকোনমিক কাউন্সিলর ড. আবুল হাসান, প্রথম সচিব মিজানুর রহমান, প্রথম সচিব ফারজানা মান্নান, ২য় সচিব সফিকুল ইসলাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উপদেষ্টা ড. মোঃ নিয়াজ খান, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ডাঃ কাজী মাসুদুর রহমান, মোঃ আকবর হোসেন, কৃষিবিদ শামিম আবেদিনসহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।

শেয়ার করুন