Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ১৮ শ’ পরিবারের মাঝে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার
সেলিম মাহমুদের ঈদ উপহার

কচুয়ায় ১৮ শ’ পরিবারের মাঝে ড. সেলিম মাহমুদের ঈদ উপহার

চাঁদপুরের কচুয়ায় মহামারী করোনায় গৃহবন্ধি ১৮ শতাধিক পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার ও বস্ত্র সামগ্রী দেয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদের উদ্যোগে কচুয়ায় ১২টি উনিয়নে ২য় বারের মতো এসব ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়।

গতকাল শুক্রবার কচুয়া উপজেলার পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজ মাঠে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় কলেজের উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলম, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বিল্লাল হোসেন মোল্লা, ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন, আহসান হাবিব জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ মো. হাবিব মজুমদার জয়, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা মো. মিজানুর রহমান সর্দার, যুবলীগ নেতা কাজী এনামুল হক শামীম, সমাজ সেবক মো. শাহজালাল মিয়া জালাল, উপজেলা ছাত্রলীগের আহবায়ক সালাউদ্দিন সরকার, সিনি.যুগ্ম আহবায়ক মো. সোহাগ উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম সৌরভসহ অন্যন্যাা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক : জিসান আহমেদ নান্নু, ২২ মে ২০২০

ইন্টারনেট কানেকশন নেই