Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা
বাজার

সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

৯ ফেব্রুয়ারি রোববার বিকালে সেন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাজারের তফসিল ঘোষণা করেন সেবা সংঘ সংস্থার প্রতিষ্ঠাতা প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন সরকার। ১০ ফেব্রুয়ারি থেকে প্রার্থীদের কার্যক্রম শুরু হয়ে আগামি ২৬ ফেব্রুয়ারী বুধবার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

বিশিষ্ট সমাজসেবক এ বি এম আলাউদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক ও নির্বাচন সচিব কাউছার হোসাইন সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সহকারী নির্বাচন কমিশনার একে এম সানাউল্লাহ মিয়া ও কামরুল হাসান, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম, ৬ নং বড়কূল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন, পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, বেলচোঁ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মহন চৌধুরী, সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.সাহেদ, বিশিষ্ট সমাজসেবক শরিফ হোসেন প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক মো. ফারুক হোসেন, সেন্দ্রা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বড়কূল ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল জব্বার, যুবদল নেতা মামুন হোসেন, তারেক হোসেন, মাহাতাব হোসেন শরীফসহ সেন্দ্রা বাজারের সকল ব্যবসায়ী বৃন্দ।

প্রতিবেদক:জহিরুল ইসলাম জয়, ৯ ফেব্রুয়ারি ২০২৫