২১ মে ২০২৫ রাতে সেনাবাহিনী ও র্যাব-১১ এর বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুিমল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন দক্ষিণ চর্থা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হাফেজ আহম্মদ (৫২) নামক ১ জন আসামীকে গ্রেফতার করা হয়। এসময় সরকার মোস্তফিজুর রহমান ওয়াফি (২৪) নামক এক ব্যাক্তি পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ এর অবস্থানরত গার্ড রুম তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
দীপক চন্দ্র মজুমদার,অতিরিক্ত পুলিশ সুপার,সিনিয়র সহকারী পরিচালক,ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক র্যাব-১১, সিপিসি-২,কুমিল্লা এর প্রেরিত এক তথ্যে জানা গেছে ।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ (৫২) কুিমল্লা জেলার চান্দিনা থানার দারোরা গ্রামের মৃত আবদুল কাদের এর ছেলে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, উদ্ধারকৃত আগ্নেয়াস্্রটি পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি (২৪) গ্রেফতারকৃত আসামী হাফেজ আহম্মদ এর হেফাজতে রেখে যায়। পলাতক আসামী সরকার মোস্তাফিজুর রহমান ওয়াফি (২৪) দীর্ঘদিন যাবৎ নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্্র প্রদর্শন করে প্রভাব বিস্তাার সহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামী ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্্র¿ধারী সন্ত্রাসীদের বিরুদ্ধেঅভিযান অব্যাাহত থাকবে।
র্যাপিড এ্যাকশন ব্যাাটালিয়ন (র্যাাব)-১১,৫ আগস্ট ২০২৪ হতে অদ্যবধি দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন অভিযানে চাঞ্চল্যকর অপরাধী ৯৮ জন গ্রেফতার, আরসা সদস্য ১৫ জন গ্রেফতার, হত্যা মামলায় ১১৬ জন গ্রেফতার, ধর্ষণ মামলায় ৫২ জন গ্রেফতার,অস্র সংক্রান্ত মামলায় ১৬ জন গ্রেফতারসহ ৮৫ টি অস্র,১২৮৫ রাউন্ড গোলাবারুদ উদ্ধার এবং ২৯৫ জন এর অধিক মাদক কারবারি গ্রেফতারসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে। পাশাপাশি ৪৪ জন অপহরণকারী গ্রেফতারসহ ৩৯ জন ভিকটিম উদ্ধার এবং ছিনতাইকারী ও ডাকাত ৫৫ জন, জেল পলাতক ৩৬ জনসহ অন্যান্য অপরাধী প্রায় ২৮৯ জনকে গ্রেফতার করে আইনের আওতায় এনে র্যাব-১১ জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
প্রেস রিলিজ
২১ মে ২০২৫