চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে জেলেদের মাঝে (ভিজিএফ কার্ডের) চাল বিতরণ করা হয়েছে। ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা রক্ষা কর্মসূচির অংশ হিসেবে ১৮ই জুন বুধবার সকালে (১৮ জুন, বুধবার) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিবন্ধিত জেলেদের মাঝে এই চাল বিতরণ করা হয়।
সরকারি অর্থে বরাদ্দকৃত চাল বিতরণের স্বচ্ছতা নিশ্চিত এবং বিশৃঙ্খলা প্রতিরোধে সেনাবাহিনী উপস্থিত থেকে এ কার্যক্রম তদারকি করেন।
এ বিষয়ে চাঁদপুর আর্মি ক্যাম্পের মিডিয়া সেল থেকে জানানো হয়, বুধবার সকাল থেকে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মোট ৬১২ জন ভিজিএফ কার্ডধারীদের মাঝে (৪৮ টন) ৯৬০ কেজি চাল বিতরণ করা হয়। কার্ডধারীদের মাঝে সঠিক এবং সুষ্ঠুভাবে চাল বিতরণের জন্য চাঁদপুর ক্যাম্প কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়। এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা নিয়োজিত থাকবে।
লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের সচিব গোলাম মোস্তফা জানান, আমাদের ইউনিয়নের সর্বমোট ৩৯৩১ নিবন্ধিত কার্ডধারী জেলে রয়েছে। তবে আমরা ৩৯০০ জন জেলের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ পেয়েছি। যৌথ বাহিনীর উপস্থিতিতে স্বচ্ছতা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চাল জেলে চাল বিতরণ করা হচ্ছে।
এসময লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু ভুঁইয়া, সাধারণ সম্পাদক সহিদ বেপারী, সাংগঠনিক সম্পাদক দাদন খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৮ জুন ২০২৫