Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / সেতুর সংযোগ সড়কে দ্রুতগামী প্রাইভেটকার চাপায় শিশু নিহত
Accident

সেতুর সংযোগ সড়কে দ্রুতগামী প্রাইভেটকার চাপায় শিশু নিহত

মতলব দক্ষিণ উপজেলার মতলব সেতুর সংযোগ সড়কে দ্রুতগামী প্রাইভেটকারের চাপায় সিফাত (৬) নামে এক শিশু নিহত হয়েছে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন বিকেলে শিশু সিফাত মতলব সেতুর সংযোগ সড়ক দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিলো। ওই সময় বেপরোয়াগতির (ঢাকা মেট্রো গ ১৭-৬৫১৬ নাম্বারের) একটি প্রাইভেটকার শিশু সিফাতকে ঘটনাস্থলে চাপা দেয়।

তখন সড়কে চলাচল করা স্থানীয় লোকজন শিশু সিফাতকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিশু সিফাত উপজেলার দক্ষিণ বাইশপুর গ্রামের বেপারী বাড়ির কামাল বেপারীর ছেলে।

মতলব পৌরসভার প্যানেল মেয়র আবুল বাশার পারভেজ জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন চালকসহ গাড়িটিকে আটকে রাখে। পরে পুলিশ গাড়িটিসহ চালককে থানায় নিয়ে আসে।

মতলব থানার অফিসার ইনচার্জ জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব উত্তর করেসপন্ডেন্ট, ১৬ জানুয়ারি ২০২০

ইন্টারনেট কানেকশন নেই