Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন
সুবিদপুর

সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলাধীন সুবিদপুর পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন যুবদলের উদ্যোগে সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মফিজুল ইসলাম চৌধুরী। প্রধান অতিথি বক্তব্যে বলেন, আওয়ামী স্বৈরশাসকের দোসররা সর্বক্ষেত্রে এখনও সক্রিয়।

অন্তবর্তীকালীন সরকার কিছু কিছু দোসর চিহ্নিত করতে পারলেও তারা নিজেদের এখন বিএনপি বলে দাবি করছে। তাদের অনেকে এখন বিএনপি সাজছে। রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে প্রশাসনের প্রতিটি সেক্টর থেকে দোসরদের বিতাড়িত করতে হবে। দেড় দশক স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে ধ্বংস করার সহযোগী ছিলেন। অথচ আজ সেই দোসরদের কেউ কেউ বলছেন আমরা মনে প্রাণে বিএনপি ছিলাম, আমার ভাই-ভাগ্নে-বোন জামাই ছাত্রদল-যুবদল করতো। এরা ভণ্ড ও লুটেরা। এই দোসররা সুযোগ পেলেই বাংলাদেশে আবারও ভারতীয় তাবেদার, খুনি হাসিনাকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এমরান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল কুদ্দুস মিজির সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, ফারুক আহাম্মেদ খাঁন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইমান হোসেন, সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মিজি, সাংগঠনিক সম্পাদক ফারুক মোল্লা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, যুবদল নেতা জসিমউদদীন পাটোয়ারী প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ৩ ফেব্রুয়ারি ২০২৫