Home / সারাদেশ / সিলেটে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল আটক

সিলেটে ছিনতাইকালে পুলিশ কনস্টেবল আটক

সিলেটে ছিনতাইকালে শরিফ রানা নামে জেলা পুলিশের এক কনস্টেবলকে আটক করা হয়েছে। সোমবার (০৭ ডিসেম্বর) বেলা আড়াইটায় নগরীর বারুতখানা এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাই আক্রান্ত সাগর আহমদ বলেন, আমি বোনকে সঙ্গে নিয়ে নগরীর তালতলায় ইসলামী ব্যাংক থেকে দুই লাখ টাকা তুলে পূর্ব জিন্দাবাজার ব্র্যাক ব্যাংকে রিকশাযোগে জমা দিতে যাচ্ছিলাম। পথিমধ্যে বারুতখানা পয়েন্টে পৌঁছামাত্র একটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে।

তিনি আরও বলেন, ছিনতাইকারীরা আমাকে ও বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে সঙ্গে থাকা নগদ দুই লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এসময় জনতা একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

পরে খোঁজ নিয়ে জানা যায় আটক ওই ব্যক্তির নাম শরিফ, তিনি জেলা পুলিশের একজন কনস্টেবল।

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বলেন, আটক শরিফ জেলা পুলিশে কনেস্টেবল হিসেবে কর্মরত। তাকে আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া টাকা উদ্ধার করা যায়নি।

এ ঘটনায় জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।

নিউজ ডেস্ক || আপডেট: ০৪:৪৮ পিএম, ০৭ ডিসেম্বর ২০১৫, সোমবার

এমআরআর