Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / সিআইপির খালসমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখাসহ সাত দফা দাবি

সিআইপির খালসমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখাসহ সাত দফা দাবি

চাঁদপুর সেচ প্রকল্প (সি,আই,পি)’র অভ্যন্তরে খাল পুনঃ খননের কাজ অব্যাহত রাখা, বোরোপিট খালের অবৈধ ইজারা বাতিল এবং সকল বাঁধ-বাধা অপসারণ শীর্ষক আহুত সংবাদ সম্মেলনে সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা, বোরোপিট খালের অবৈধ ইজারা বাতিল করে পানি চলাচলে সকল বাধা অপসারণ করাসহ সাত দফা দাবিকরা হয়েছে।

সোমবার (২০-এ জানুয়ারি) সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর সেচ প্রকল্প(সি,আই,পি)’র অভ্যস্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন বাস্তবায়ন কৃষক সংগ্রাম কমিটি এই সংবাদ সম্মেলন করেন।

সংগঠনের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলাল তার লিখিত বক্তব্যে বলেন, চাঁদপুর সেচপ্রকল্প ভুক্ত লক্ষ্মীপুর জেলা বাদে শুধু চাঁদপুর জেলার সদর, হাইমচর ও ফরিদগঞ্জে মোট খালের সংখ্যা ১০৮টি। এর মধ্যে ফরিদগঞ্জ উপজেলাতেই ৭৬টি। আমাদের দাবির মুখে ও চাঁদপুর জেলা প্রশাসকের তড়িৎ উদ্যোগ এবং ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, কৃষি বিভাগের নিরলস প্রচেষ্টা, সার্বক্ষণিক তত্ত্বাবধানে এখন পর্যন্ত ১৭টি খালের পুনঃ খননের কাজ চলছে।

কিন্তু পানি উন্নয়ন বোর্ডের ভাষ্যমতে সমস্ত খালই ভরাট হয়ে যাওয়ায় সেচের অনুপযোগী হয়ে পড়ে। এর ফলে বিগত বছর গুলোতে লাখো কৃষক পথে বসা এবং নিঃস্ব হওয়ার দায় কে নিবে।

তিনি বলেন, চাঁদপুর সেচ প্রকল্প (সিআইপি) এর অভ্যন্তরে ৩২,০০০ হেক্টর কৃষিজমি বোরো-আমন চাষ প্রধান হওয়া সত্বেও চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তাদের কাছে অসৎপন্থায় অর্থ উপার্জনের প্রজেক্টে পরিনত হয়েছে।

এমতাবস্থায় কৃষক-কৃষি তথা সিআইপি প্রজেক্ট রক্ষায় তদন্ত কমিটি গঠন করে পাউবো’র চাঁদপুরের গত ৩৫ বছরের কার্যক্রম ও দূর্নীতির শ্বেতপত্র প্রকাশসহ সাত দাবি করছি।

অন্য দাবি সমূহ হলোঃ সিআইপির খাল সমূহ পুনঃখনন কার্যক্রম অব্যাহত রাখা, বোরোপিট খালের অবৈধ ইজারা বাতিল করে পানি চলাচলে সকল বাধা অপসারণ করা। জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং কৃষি ঋণ ও এনজিও ঋণ মওকূপ করা।

ডাকাতিয়া নদীর অবৈধ ইজারা বাতিল ও কচুরিপানা পরিস্কার করে মাছ-পানি-পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করা। ক্ষতিগ্রস্থ কৃষকদের সার-বীজ-কীটনাশক বিনামূল্যে সরবরাহ করা। বিএডিসিকে কার্যকর করতে হবে এবং ফরিদগঞ্জে পানি উন্নয়ন বার্ডেরে অফিস পুনঃস্থাপন করা এবং লোকবল বাড়ানো। এর অন্যথায় হলে কৃষকরা উৎপাদনের পক্ষে, পাউবোর উৎপাদন বিরোধী চক্রের বিরুদ্ধে জমির মালিক, কৃষক, ইজারা,বর্গাচাষী ও ক্ষেতমজুররা লৌহদৃঢ় ঐক্য গড়ে তোলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে।

প্রেসক্লাব সভাপতি মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন কমিটির যুগ্মআহ্বায়ক মমতাজ উদ্দিন সরকার, আলী আহমেদ শেখ, সদস্য রহিমা আক্তার কলি, আব্দুল লতিফ মিজি, আব্দুল কাদেরসহ ক্ষতিগ্রস্থ কৃষকরা।

প্রতিবেদক: শিমুল হাছান, ২০ জানুয়ারি ২০২৫