Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / সাপ্তাহিক মতলব কণ্ঠের নির্বাহী সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরণ
সাপ্তাহিক

সাপ্তাহিক মতলব কণ্ঠের নির্বাহী সম্পাদক মুজাহিদুল ইসলাম কিরণ

চাঁদপুরের বহুল প্রচারিত ও অতি প্রাচীনতম সাপ্তাহিক পত্রিকা মতলব কণ্ঠ-এর নির্বাহী সম্পাদক হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ প্রভাষক মুজাহিদুল ইসলাম কিরণ।

সম্প্রতি তিনি পত্রিকার সম্পাদক শ্যামল চন্দ্র দাসের কাছে যোগদান পত্র প্রদান করে আনুষ্ঠানিকভাবে মতলব কণ্ঠ পত্রিকায় যোগদান করেন।

নতুন দায়িত্ব গ্রহণের পর একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। আমি আমার পত্রিকার দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করছি।”

উল্লেখ্য, মতলব কণ্ঠ দীর্ঘদিন ধরে মতলব ও আশপাশের এলাকার সংবাদ পরিবেশন করে আসছে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বিশেষ পরিচিতি লাভ করেছে। এছাড়া, পত্রিকাটি সারাদেশের সংবাদসহ জেলা ও উপজেলার সংবাদ পরিবেশন করে সুনাম অক্ষুণ্ণ রেখেছে।

এদিকে, মতলব কণ্ঠ পরিবারের পক্ষ থেকে প্রভাষক মুজাহিদুল ইসলাম কিরণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ১২ মার্চ ২০২৫