চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে সাচার-রাগদৈল সড়কের নয়াকান্দি এলাকায় রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই ইউনিয়নে বিভিন্ন সড়কের লাগানো কেআইডিপির গাছগুলো দিনের বেলায় কেটে সাবাড় করা হয়েছে। তবে নয়াকান্দি গ্রামের অধিবাসী আবু তাহেরের ছেলে নুরুল ইসলাম রাস্তার পাশে তার জমি হওয়ায় অনুমতি না নিয়ে গাছ কাটেন, কিন্তু খবর পেয়ে কেআইডিপির ইউনিয়ন সমাজকর্মী লিপি আক্তার ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো উদ্ধার করেন এবং গাছ গুলো অন্যত্রে স্থানাস্থর করেন।
শুধু নুরুল ইসলাম নয়,নয়াকান্দি গ্রামের আলাউদ্দিন মাষ্টার, রাগদৈল সড়কে দেলোয়ার হোসেনসহ অনেকেই কেআইডিপির গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে আমার জমি রয়েছে,কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়ে যান তারা। এছাড়া স্থানীয় ভাবে অভিযোগ রয়েছে ,কেআইাডিপি’র কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজগে কতিপয় লেকজনের মাধ্যমে তারা নিজেরাই রাস্তার ভালো ভালো গাছ গুলো কেটে নিচ্ছেন।
বেসরকারী এনজিও সংস্থা কেআইডিপির জেলা মাঠ সমন¦কারী মো. আলাউদ্দিন বলেন, রাস্তার পাশে জমি হওয়ায় সড়ের পাশের গাছ অনুমতি না নিয়ে নুরুল ইসলাম মুন্সী কয়েকটি গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে ইউনিয়ন কর্মী লিপি আক্তার ঘটনাস্থলে পাঠানো হয় এবং গাছগুলো উদ্ধার করা হয়। তবে সে কী কারনে গাছগুলো কেটেছেন এ ব্যাপারে নুরুল ইসলামকে নোটিশ প্রদান করা হবে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৩ মার্চ ২০২৫