Home / চাঁদপুর / সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুরের তিন বিজয়ীকে পুরস্কার প্রদান
সাংস্কৃতিক

সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুরের তিন বিজয়ীকে পুরস্কার প্রদান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে অনলাইন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোঃ কামরুল হাসান এনডিসি। অনুষ্ঠানে চাঁদপুরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদ।

অনুষ্ঠানে বিভাগীয় কমিশনারের পক্ষে জেলা প্রশাসকসহ অন্যান্য অতিথিরা চাঁদপুর জেলার তিন জন বিজয়ীর হাতে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

প্রতিযোগিতায় চাঁদপুর জেলার বিজয়ীরা হলো- সংগীত খ বিভাগে প্রথম কাজী কাবিসা, সংগীত খ বিভাগে দ্বিতীয় ইফনাতুন নুশাদী এবং সংগীত ক বিভাগে দ্বিতীয় জুঁই সাহা।

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ পুরস্কারপ্রাপ্ত তিন বিজয়ীকে অভিনন্দন জানান এবং তাদের সুন্দর ভবিষৎ কামনা করেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ১৪ সেপ্টেম্বর ২০২১