চাঁদপুরে দিনব্যাপি অনলাইন সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মসূচির বিশেষ অতিথিদের একজন দৈনিক চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক চাঁদপুর প্রেস ক্লাবের সহ সভাপতি রহিম বাদশাকে নির্ধারিত শুভেচ্ছা উপহার প্রদান করেছেন চাঁদপুর টাইমসের প্রকাশক ও সম্পাদক কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল।
মঙ্গলবার (২৮ জুন) রাতে চাঁদপুর টাইমস কার্যালয়ে তাকে এ উপহার তুয়ে দেয়া হয়।
প্রসঙ্গত, গত ২১ জুন মঙ্গলবার চাঁদপুর টাইমসের আয়োজনে চাঁদপুর প্রেসক্লাব ভবনে দিনব্যাপি অনলাইন সাংবাদিকতায় প্রশিক্ষণ কর্মসূচির সমাপনি পর্বের বিশেষ অতিথিদের মধ্যে একজন ছিলেন সাংবাদিক রহিম বাদশা। তিনি ওইদিন উপস্থিত থাকতে না পরায় নির্ধারিত ওই উপহারটি গতকালকে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর টাইমসের নির্বাহী সম্পাদক দেলোয়ার হোসাইন, মডারেটর আহমদ উল্যাহ, করেসপন্ডেন্ট আনোয়ারুল হক, নাছির উদ্দিন শুভ প্রমুখ।
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur