কচুয়া উপজেলার ৪১নং তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণি শিক্ষার্থী সামিয়া রহমান (৫) অগ্নিদগ্ধে মারা যাওয়ার ঘটনায় দায়িত্ব অবহেলায় ওই বিদ্যালয়ের ৮ সহকারী শিক্ষককে বরখাস্তের পর এবার প্রধান শিক্ষক মাসুক হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ের উপ-পরিচালক আতাউর রহমান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত হয় বলে উপজেলা শিক্ষা অফিসার পারভীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ওই বিদ্যালয়ের দপ্তর কাম নৈশ প্রহরী সুমন মজুমদারকে চাকুরি থেকে চুক্তি বাতিল করা হয়। বর্তমানে ওই বিদ্যালয়ে অন্য বিদ্যালয়ের ৫জন শিক্ষক দিয়ে ডেপুটেশনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ২১ জানুয়ারি দুপুরে ওই বিদ্যালয়ের পশ্চিম পাশে ময়লার স্তুপের আগুনে পুড়ে অগ্নিদগ্ধ হন শিশু শ্রেনি শিক্ষার্থী সামিয়া রহমান। পরে তাকে জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৬ দিন পর তার মৃত্যু হয়।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৬ ফেব্রুয়ারি ২০২৫