Home / জাতীয় / রাজনীতি / আজ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন
al

আজ ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন

আজ ৩ ডিসেম্বর ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। বেলা ১১ টায় নগরীর সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি থাকবেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সম্মেলন উদ্বোধন করবেন দলের সম্পাদকমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি। সার্কিট হাউজ মাঠে নির্মাণ করা হয়েছে নৌকার আদলে বিশাল মঞ্চ।

দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ সম্মেলন। সম্মেলনকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পুরো নগর জুড়ে। সম্মেলনে লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা। আয়োজকরা আশা করছেন নির্ধারিত সময়ের আগেই মাঠ পূর্ণ হয়ে যাবে।

নেতাকর্মীদের সুবিধা অসুবিধা দেখার জন্য থাকবে বিশেষ স্বেচ্ছাসেবক বাহিনী। চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নেতৃতে কারা আসছেন, তা জানার জন্য অধীর আগ্রহে আছে দলটির নেতাকর্মীরা। নগরী জুড়ে নেতাদের শুভেচ্ছা সংবলিত ব্যানার টানানো হয়েছে। বিলবোর্ড গুলোতে শোভা পাচ্ছে নেতাদের ছবি সংবলিত শুভেচ্ছা বাণী। রঙিন পোস্টারে ছেয়ে গেছে শহর। নগরীর মূল সড়কগুলোতে নির্মাণ করা হয়েছে অসংখ্য তোরণ। সম্মেলন সফল করতে নগরীর সর্বত্রই চলছে মাইকিং,প্রচার-প্রচারণা।

সম্মেলনে সভাপতি পদে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বর্তমান সভাপতি জহিরুল হক খোকা, সহসভাপতি সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ,জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, ফারুক আহমেদ খান, জালাল উদ্দিন খান। এছাড়া আলোচনায় আছেন গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি ও জেলা শাখার সহসভাপতি আমিনুল হক শামীম। বর্তমান সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুলের নামও আলোচনায় আছে সভাপতি পদে।

সাধারণ সম্পাদক পদে যাদের নাম আলোচনায় আছে তারা হলেন বর্তমান সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল,   মহানগরের বর্তমান সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত,জেলা শাখার তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ, জেলা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শওকত জাহান মুকুল,  এমএ কুদ্দুস,সাংগঠনিক সম্পাদক আহম্মদ আলী আকন্দ,রেজাউল হাসান বাবু।

মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বর্তমান সভাপতি এহতেশামুল আলম, সিটি মেয়র ইকরামুল হক টিটু,   শহর আওয়ামী লীগ শাখার সাবেক সাধারণ সম্পাদক সাদেক খান মিল্কী টজু।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বর্তমান কমিটির সহসভাপতি অধ্যাপক গোলাম ফেরদৌস জিলু,   যুগ্ম-সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবু,মীর শহিদ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক রিপন প্রমুখ।

 

৩ ডিসেম্বর ২০২২
এজি