সুদ মুক্ত হালাল ব্যবসার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) এর দ্বিবার্ষিক কাউন্সিল ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টায় চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় একটি কনভেনশন হলে কাউন্সিল অধিবেশনের শুরুতে দারসুল কুরআন পেশ করেন অধ্যাপক সোহাইল আহমদ চিশতী।
ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিম এর সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইবিডব্লিউএফ এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় এমসি কমিটির সদস্য হুমায়ুন কবির পাটওয়ারী, কেন্দ্রীয় সহকারী অফিস ও উদ্যোক্তা সম্পাদক হামিদুর রহমান সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও কুমিল্লা অঞ্চলের সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম। এছাড়া দ্বি-বার্ষিক কাউন্সিলে চাঁদপুর জেলার সকল উপজেলা ও পৌরসভার কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।
কাউন্সিলে উপস্থিত অতিথিবৃন্দ চাঁদপুরের ব্যবসায়ীদের উদ্দেশ্যে সুদ মুক্ত হালাল উপার্জনের বিভিন্ন বাস্তবসম্মত উপায় সম্পর্কে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে সৎ ব্যবসায়ীদেরকে এগিয়ে আসতে হবে এবং অসৎ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।
এছাড়াও বক্তারা নিজেদেরকে হালাল উপার্জনে সৎ ব্যবসায় দক্ষতা উন্নয়নের পাশাপাশি চাঁদপুরের সকল ব্যবসায়ীদেরকে এ ফাউন্ডেশনের ছায়াতলে একত্রিত করে সুদ মুক্ত হালাল ব্যবসায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।
প্রতিবেদক: মুসাদ্দেক আল আকিব, ১২ ফেব্রুয়ারি ২০২৫