শ্রীলঙ্কার মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করে শততম টেস্ট জিতেছে বাংলাদেশ। এর সুবাদে দুই ম্যাচের সিরিজটি ড্র করেছে টাইগাররা। সিরিজ সেরা হয়েছেন সাকিব আল হাসান।
টেস্ট সিরিজ শেষে এবার টাইগারদের লক্ষ্য ওয়ানডে সিরিজ। এরই মধ্যে যোগ দিয়েছে ওয়ানডে দলের অধিনায়কসহ সব খেলোয়াড়।
২৫ মার্চ থেকে শুরু হওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ২২ তারিখ নিজেদের ঝালিয়ে নিতে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
তবে এ সময়টা পরিবারের সাথে কাটাতে টিম ম্যানেজমেন্টের কাছ থেকে ছুটি নিয়েছেন সাকিব। স্ত্রী শিশির আগে থেকেই শ্রীলঙ্কাতেই আছেন। দু’জন মিলে শ্রীলঙ্কাতে ঘুরে বেড়াতেই মূলত ছুটি নেয়া সাকিবের।
এদিকে শততম টেস্ট ম্যাচে দুর্দান্ত খেলেছেন সাকিব। প্রথম ইনিংসে তার ১১৬ রানের সুবাদে বড় লিড পায় বাংলাদেশ। ব্যাট হাতে অসাধারণ পারফরমেন্সের পাশাপাশি বল হাতেও ছিলেন দুর্দান্ত। প্রথম ইনিংসে ২ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে পান চারটি।
আর দুই টেস্ট মিলিয়ে ব্যাট হাতে ১৬২ রানের সাথে ৯ উইকেট নিয়ে বিচারকদের দৃষ্টিতে সিরিজ সেরাও নির্বাচিত হয়েছেন সাকিব।
এদিকে পরিবারের সাথে জন্মদিন উদযাপন করতে মুম্বাই গেছেন তামিম ইকবাল। প্রস্তুতি ম্যাচের আগে দলের সাথে যোগ দিবেন এই দুই তারকা।
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ০২: ১৭ পিএম, ২০ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur