Home / চাঁদপুর / চাঁদপুর মাদ্রাসা জেনারেল টিচার্স এসো’র আবদুল্লাহ আল মাহামুদ জামানকে সংবর্ধনা
Mgta-...

চাঁদপুর মাদ্রাসা জেনারেল টিচার্স এসো’র আবদুল্লাহ আল মাহামুদ জামানকে সংবর্ধনা

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আব্দুল্লাহ আল মাহামুদ জামান উপ-সচিব কারীগরী শিক্ষা বোর্ডে বদলী জনিত কারণে ১৮ জুন বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয় ।

চাঁদপুর প্রেসক্লাব ভবনে প্রধান অতিথি ছিলেন চাসক অধ্যক্ষ অসিত বরণ দাস ।এতে সভাপতিত্ব করেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি মো.ইকবাল পাটওয়ারিী।

বক্তব্য রাখেন-বিশিষ্ঠ কবি পীযুষ কান্তি বড়ুয়া,প্রেস ক্লাব সম্পাদক রহিম বাদশা,বাণিজ্যিক বার্তা সম্পাদক রাশেদ শাহরিয়ার পলাশ, এইচ এম জাকির,জেলা বিএমজিটিএ জেলা সভাপতি ও কেন্দ্রিয় সিনিয়র যুগ্ম-মহাসচিব মোওয়ালিদ হোসেন,সাধারণ সম্পাদক ও কেন্দ্রিয় দপ্তর সম্পাদক আরিফ ইমাম,কেন্দ্রিয় সহ-সভাপতি তাসলিমা মুন্নি,বজলুর রশিদ সোহেল,শাজাহান হোসেন,মো.কবির হোসেন, আবু জাফর, মো.আলী আকবর,মো.ইউসুফ,মো.জাকির হোসেন।

বক্তাগণ বিদায়ী অতিথির ভবিষ্যৎ উন্নতি ও প্রশাসনিক কাজের ভুঁয়সী প্রশংসা করেন এবং দেশের শিক্ষা বিভাগে সর্বোচ্চ সেবা দানের সুযোগ কাজে লাগতে পরামর্শ দেন।

সভার সভাপতি তার সমাপনি বক্তব্যে বিদায়ী উপ-সচিব স্যারকে চাঁদপুর এর একটি দ্বিতিয় বাড়িতে আবার আসার জন্য অনুরোধ করেন এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

সিনিয়র করেসপন্ডেন্ট ,২১ জুন ২০২১