জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী ১৯ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। (ইন্না————-রাজেউন)। বাবুল কাজী পেশায় ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। স্ত্রীর নাম নাদিরা ফারজানা রুনা এবং দু’ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানী ঢাকার বনানী এলাকাতে বসবাস করতেন তিনি।
১৮ জানুয়ারি শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাসায় লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নি-দগ্ধ হন বাবুল কাজী। সকাল পৌনে ৭ টায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বার্ন ইনস্টিটিউটে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় । বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর অকাল মৃত্যুতে নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুর এর সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গনি গভীর শোক প্রকাশ করেছেন।
এক শোক বার্তায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ বলেন,‘ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী আমাদের দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন সৎ ও বিনয়ী মানুষ। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে নতুন-তরুণ,প্রবীণ কবি, সাহিত্যিক,লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের নিকট তিনি ছিলেন খুবই আপন জন। তারা বাবুল কাজীর এ মৃত্যুতে গভীর শোকাহত ও শোকার্ত পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। অবশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।’
নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫
এজি