Home / বিশেষ সংবাদ / বাবুল কাজীর মৃত্যুতে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের শোক
babul kazi

বাবুল কাজীর মৃত্যুতে চাঁদপুর নজরুল গবেষণা পরিষদের শোক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী ১৯ জানুয়ারি রবিবার বিকেল সাড়ে ৫ টায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর। (ইন্না————-রাজেউন)। বাবুল কাজী পেশায় ছিলেন একজন গার্মেন্টস ব্যবসায়ী। স্ত্রীর নাম নাদিরা ফারজানা রুনা এবং দু’ছেলে ও এক মেয়ে নিয়ে রাজধানী ঢাকার বনানী এলাকাতে বসবাস করতেন তিনি।

১৮ জানুয়ারি শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাসায় লাইটার বিস্ফোরণে গুরুতর অগ্নি-দগ্ধ হন বাবুল কাজী। সকাল পৌনে ৭ টায় আশঙ্কাজনক অবস্থায় তাঁকে বার্ন ইনস্টিটিউটে আনার পর আইসিইউতে ভর্তি করা হয়। শনিবার রাতেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে লাইফ সাপোর্টে নেয়া হয় । বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজীর অকাল মৃত্যুতে নজরুল গবেষণা পরিষদ,চাঁদপুর এর সভাপতি ও মতলব সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো.মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল গনি গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বার্তায় সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়গণ বলেন,‘ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী আমাদের দেশের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে অত্যন্ত সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন একজন সৎ ও বিনয়ী মানুষ। আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র হিসেবে নতুন-তরুণ,প্রবীণ কবি, সাহিত্যিক,লেখক ও সাংস্কৃতিক ব্যাক্তিবর্গের নিকট তিনি ছিলেন খুবই আপন জন। তারা বাবুল কাজীর এ মৃত্যুতে গভীর শোকাহত ও শোকার্ত পরিবার-পরিজনের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। অবশেষে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।’

নিজস্ব প্রতিবেদক
২০ জানুয়ারি ২০২৫
এজি