Home / উপজেলা সংবাদ / কচুয়া / চাঁদপুরে ফেসবুক প্রেমিকের ঘরে সন্ধান মিললো ফেনীর ‘খুন’ হওয়া আসমা

চাঁদপুরে ফেসবুক প্রেমিকের ঘরে সন্ধান মিললো ফেনীর ‘খুন’ হওয়া আসমা

চাঁদপুরে ফেসবুক প্রেমিকের সঙ্গে ঘর করছেন ফেনীর ‘খুন’ হওয়া আসমা। গত বৃহস্পতিবার (১৫ নভেম্বর) মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে চাঁদপুরের কচুয়া থেকে তাকে উদ্ধার করেন ফেনী জেলার ফুলগাজী থানা পুলিশ।

১৫ লাখ টাকা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার পর গুমের অভিযোগে মামলার ঘানি টানছেন ফুলগাজী উপজেলার ইসলামপুর গ্রামের ব্যবসায়ী ইসমাইল হোসেন মজুমদার রিপনসহ তার পরিবারের সদস্যরা।

অথচ পুলিশের তদন্তে জানা গেল, আসমাকে আসলে খুন করেননি ইসমাইল।

সেই স্ত্রী আসমা আক্তার (২০) চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় তার প্রেমিকের সঙ্গে সংসার করছেন। বৃহস্পতিবার রাতে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে আসমাকে উদ্ধার করেছে ফুলগাজী থানা পুলিশ।

২০১৫ সালের ২৩ জুলাই ছাগলনাইয়া থানার জয়নগর গ্রামের পাটোয়ারী বাড়ির মরহুম মোশাররফ হোসেনের বড় মেয়ে আসমা আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ফুলগাজী উপজেলার ইসলামপুর গ্রামের হাজী আবদুস সোবহানের ছেলে ব্যবসায়ী ইসমাইল হোসেন মজুমদার রিপনের হয়।

সম্প্রতি ফেসবুকে চাঁদপুরের কচুয়ার ব্যবসায়ী মো.আবিরের সঙ্গে পরিচয় হয় আসমার। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৮ অক্টোবর বিকেলে সবার অজান্তে ১৬ লাখ টাকা ও ২২ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যান আসমা। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে রিপনের পরিবার বিষয়টি পুলিশ সুপারকে অবহিত করে।

কিন্তু আসমার পরিবার হত্যা করে লাশ গুমের অভিযোগ তার নামে মামলা করে।

পুলিশ জানায়, ‘বৃহস্পতিবার মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ফুলগাজী থানার এসআই অনাবিক চাকমার নেতৃত্বে পুলিশ চাঁদপুরের কচুয়া থেকে আসমাকে উদ্ধার করেছে।’

ফুলগাজী থানার ওসি (তদন্ত) পান্না লাল বড়ুয়া জানান, ‘মরিয়মের মা আসমা আক্তারের মোবাইল ফোন ট্যাকিং করে পুলিশ জানতে পারে মরিয়ম চাঁদপুর জেলার কচুয়া এলাকায় প্রেমিক আবিরের সঙ্গে সংসার করছে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর জেলার কচুয়া এলাকা থেকে মরিয়মকে উদ্ধার করে পুলিশ। পুলিশের অভিযান টের পেয়ে মরিয়মের প্রেমিক আবির পালিয়ে যায়।’

আটক মরিয়ম বলেন, ‘ফেইসবুকে পরিচয়ের পর পালিয়ে যেয়ে আবিরের সঙ্গে তার বিয়ে হয়।’

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মোঃ কুতুব উদ্দিন জানান, মোবাইল ট্রেকিং এর মাধ্যমে পুলিশ জানতে পারে গৃহবধু মরিয়ম তার প্রেমিকের সাথে প্রথমে ঢাকা তারপর শরিয়তপুর ও শেষে হাজীগঞ্জ অবস্থান নেন। পরে তারা কচুয়া এলাকায় বসবাস শুরু করে। উদ্ধার হওয়া মরিয়মকে শনিবার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। একই সাথে পলাতক আবিরকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

করেসপন্ডেট