Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে
শিক্ষার মান

শিক্ষার মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে

শাহরাস্তি উপজেলার ৭টি মাধ্যমিক উচ্চ বিদ্যালয় ও ১টি আলিম মাদ্রাসার একই সময় ভিত্তি প্রস্তর স্থাপন ও ভবন উদ্বোধন করেন মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

বর্তমান সরকারের শেখ হাসিনা সারা দেশের ন্যায় শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষারমান বৃদ্ধির লক্ষ্যে ঝরাজীর্ণ ভবন গুলো ভেঙে নব-নির্মিত নতুন ভবন করে দিচ্ছে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রূপ পরিবর্তন ও শিক্ষামান বাড়ছে। টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নব-নির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবনের শুভ উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও এমপি মহোদয়ের প্রতিনিধি, জেলা পরিষদের সদস্য জাকির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়ার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহরাস্তি পৌর আওয়ামীলীগের সাবেক আহবায়ক রেজাউল করিম মিন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার, টামটা দক্ষিন ইউনিয়নের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব সফিকুর রহমান মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটোয়ারী ও আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম দুলালসহ আ’লীগের নেতৃবৃন্দ।

প্রতিবেদক: মো: জামাল হোসেন, ২৫ অক্টোবর ২০২১