Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ‘শিক্ষার মান ও ঐতিহ্য বজায় রাখাই আমার লক্ষ্য’
শিক্ষার

‘শিক্ষার মান ও ঐতিহ্য বজায় রাখাই আমার লক্ষ্য’

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজরা হাসমত ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, “আমি অতীত ঘেঁটে দেখতে চাই না। এটি একটা শিক্ষা প্রতিষ্ঠান। ভালো মানের শিক্ষা প্রতিষ্ঠান বলেই এলাকার বাইরে থেকেও অনেক অভিভাবক তাদের সন্তানদের এখানে ভর্তি করাচ্ছেন।”

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে গৃদকালিন্দিয়া হাজরা হাসমত ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মতিবিনিময় সভায় তিনি এই কথা বলেন।

সভায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন ও বিষ্ণুপদ রায়।

লায়ন হারুনুর রশিদ আরও বলেন, “আমরা যারা এই প্রতিষ্ঠানে শ্রম ও অর্থ দিয়েছি, আমাদের সতর্কতা রয়েছে যে এর মান ও ঐতিহ্য অমৃত রেখে এগিয়ে নিয়ে যেতে হবে। এ পর্যন্ত যারা দায়িত্বে ছিলেন, তারা সবাই তাদের মতো করেই প্রতিষ্ঠানে অবদান রেখে গিয়ে গেছেন।”

প্রতিবেদক: শিমুল হাছান, ১৭ জুন ২০২৫