চাঁদপুরের শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের জন্মদিন উপলক্ষে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যদের পক্ষ থেকে ফুলেল শুভেচছা এবং সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, যুগ্ম সম্পাদক কামরুজ্জামান সেন্টু, অর্থ সম্পাদক মো. জামাল হোসেন, দফতর সম্পাদক মো. মহিউদ্দিন।
কার্য নির্বাহী সদস্য ফয়েজ আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় এতে শুভেচ্ছা বিনিময় করেন সদস্য মো. হাসানুজ্জামান, আবু মুসা আল শিহাব, ফয়সাল আহমেদ, আহসান হাবীব, মোসাদ্দেক হোসেন জুয়েল, মাহমুদুল হাসান প্রমুখ।
শাহরাসি প্রেস ক্লাবের সভাপতিকে টেলিফোনের মাধ্যমে শুভেচ্ছা জানান সহ-সভাপতি, সাংস্কৃতিক সংগঠক রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়।
অনুষ্ঠানে সদস্যরা বলেন, শাহরাস্তির দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতার পথচলায় কাজল শুধু একজন সভাপতি নন—তিনি আত্মমর্যাদার দৃঢ় প্রতীক, প্রতিশ্রুতির অটল সৈনিক, আস্থার নিরাপদ ঠিকানা এবং বিশ্বস্ততার উজ্জ্বল দৃষ্টান্ত।
বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পথে তার দৃঢ় নেতৃত্ব সদস্যদের প্রেরণা ও শক্তির উৎস।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
১৮ নভেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur