Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
ছাত্রদলের

শাহরাস্তি পৌর ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

শাহরাস্তিতে পৌর ছাত্রদলের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শাহরাস্তি পৌরসভা ছাত্রদলের উদ্যোগে ৫ জুলাই শনিবার দুপুরে ডাকাতিয়া নদী সংলগ্ন ওয়াকওয়ের দুই পাশে এ বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ মাজহারুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে বৃক্ষরোপন কর্মসূচি প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন শাহরাস্তি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপি’র সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান।

উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাসেল ইসলাম সুজন, ছাত্রদল নেতা আনিসুর রহমান, ছাত্রনেতা জহির উদ্দিন, মোঃ জাকারিয়া ফাহিম, মোঃ রাকিব, মোঃ রাফি, মোঃ তারেক, মোঃ শরীফ, মোঃ শাহরিয়ার, মোঃ ইসমাইল, মোঃ রাশেদ, লিপ্লু, মেহেদী হাসানসহ পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজক সূত্রে জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শাহরাস্তি পৌর ছাত্রদলের আয়োজনে এ বৃক্ষরোপণ কর্মসূচি ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ৫ জুলাই ২০২৫