শাহরাস্তি চিশতিয়া হাফেজিয়া মাদরাসার ৫ কোরআনে হাফেজকে সম্মাননা ও পাগড়ি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ মে) ৩ দিন ব্যাপি তাফসিরুল কুরআন মাহফিলের সমাপনি দিনে প্রধান অতিথি কচুয়ার নিশ্চিন্তপুর কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ নূরুজ্জামান তাদেরকে পাগড়ি পরিয়ে দেন।
স্থানীয় ঠাকুরবাজারের বিশিষ্ট ব্যবসায়ি হাজি মোঃ আমির হোসেন পাটোয়ারির সভাপতিত্বে ও শেখ মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ি মাওঃ একরামুল হক পাটোয়ারি, মাওঃ ওমর ফারুক, শাহরাস্তি চিশতিয়া নূরানী মাদরাসার প্রধান শিক্ষক হাবিবুর রহমান মানিক, হাফেজিয়া মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ আঃ মোমিন প্রমুখ।
অনুষ্ঠানে যাদের সম্মাননা প্রদান করা হয় তারা হলো, হাফেজ মোঃ শামছুল ইসলাম, হাফেজ মোঃ আঃ আহাদ, হাফেজ মোঃ ইসমাঈল হোসেন, হাফেজ মোঃ শাকিল হোসেন ও হাফেজ মোঃ মেহেদী হাসান।
প্রতিবেদক : মোঃ মাহবুব আলম
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur