Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির
শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির তৃণমূল প্রতিনিধি সভা ও ইফতারপূর্ব আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য রাখছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন মিয়াজী।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির

মো. মাহবুব আলম, শাহরাস্তি (চাঁদপুর) :

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল প্রতিনিধিসভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে মেহের উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রতিনিধি সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতারপূর্ব আলোচনাসভায় প্রধান অতিথি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি মোবাইল কনফারেন্সের মাধ্যমে প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ডেলিগেটদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অনুষ্ঠানকে সফল করার জন্য উপজেলা আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আব্দুল লতিফের সভাপতিত্বে এবং টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক পাটওয়ারী ও টামটা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদার হোসেন পাটওয়ারীর যৌথ সঞ্চালনায় এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সামিউল মাসুদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আক্তার হোসেন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগের আহবায়ক মোঃ রেজাউল করিম মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি মুজাম্মেল হক পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোঃ আদেল, মোস্তফা চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার, পৌর আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইলিয়াছ মিন্টু, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মোস্তফা কামাল মজুমদার, পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির উপদেষ্টা শাহাবুদ্দিন পাটওয়ারী, পৌর আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক নূর মোহাম্মদ মোল্লা, যুগ্ম সমন্বয়ক কাউন্সিলর মুকবুল আহমেদ, আব্দুল মান্নান বেপারী, উপজেলা যুবলীগের আহবায়ক তোফায়েল আহমেদ ইরান, যুগ্ম আহবায়ক আহছান মঞ্জুরুল ইসলাম জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জাহানারা ইমাম, পৌর যুবলীগ আহবায়ক শাহ মোহাম্মদ এনামুল হক কমল, যুগ্ম আহবায়ক রনজিত মজুমদার, আওয়ামী লীগ নেতা সফিকুর রহমান, উপজেলা ছাত্রলীগ নেতা মাহফুজুল কবির, শাওন মজুমদার, মহিন উদ্দিন, ইসকান্দার মিয়া সুমন প্রমুখ।

এছাড়া ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তরুণ লীগ, কৃষক লীগ, তাঁতী লীগের সভাপতি-সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে ইফতার মাহফিলে দেশ ও জাতীর কল্যাণ কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শাহ সাহেব জামে মসজিদের খতিম মাও. মোঃ ছলিম উল্লাহ।

আপডেট :   বাংলাদেশ সময় : ১০:৫৯ অপরাহ্ন, ২০ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শনিবার ০৪ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি