শাহরাস্তির উনকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিবেশবান্ধব কর্মসূচির অংশ হিসেবে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার শাহরাস্তি উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের দিকনির্দেশনা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসের দুইজন উপসহকারি কৃষি কর্মকর্তা শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন। চারা বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে গাছ লাগানোর উপকারিতা, রোপণ পদ্ধতি ও রক্ষণাবেক্ষণ বিষয়ক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “গাছ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এই উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে।”
চারা গ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “আমরা গাছের চারা পেয়ে খুবই খুশি। এটি আমরা আমাদের বাড়ির পাশে রোপণ করবো এবং যত্ন নেবো।”
উপসহকারি কৃষি কর্মকর্তারা জানান, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা এবং সবুজ বাংলাদেশ গড়তে গাছ লাগানোর বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে এই চেতনাই ছড়িয়ে দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।”
উল্লেখ্য, এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালনা করে আসছে শাহরাস্তি উপজেলা কৃষি অফিস।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ২০ জুন ২০২৫