চাঁদপুরের শাহরাস্তিতে মাদক সেবন করার অপরাধে মোবাইল কোর্টে জরিমানা ও কারাদণ্ড প্রদান করেছেন।
উপজেলা প্রশাসন কর্তৃক ৬ জুলাই রোববার বিকেলে মেহের রেলস্টেশনের দক্ষিণ পাশে উপলতা এলাকায় মোঃ ইব্রাহিম (২৮)পিতা আবু তাহের, গ্রাম বাদিয়া, নিজের দোষ স্বীকার করলে। মাদক সেবন করার অপরাধে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর বিভিন্ন ধারার অপরাধে উক্ত অভিযুক্ত ব্যক্তিকে (১৫) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৪শত টাকা অর্থ দন্ড প্রদান করেন, সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। উপস্থিত ছিলেন মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার।
উক্ত মোবাইল কোটে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ।
শাহরাস্তি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান শাহরাস্তিতে কোন মাদক থাকবে না। মাদকের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ৭ জুন ২০২৫