“দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় ফল মেলা ২০২৫ উদযাপন হয়েছে। ১ জুলাই মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের স্বাগত বক্তব্য ও সভাপতিত্বে জাতীয় ফল মেলা শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত নিরুপম মজুমদার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল হাছান, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল বাশার, শাহরাস্তি প্রেসক্লাব সভাপতি মঈনুল ইসলাম কাজল উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাব, সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক, উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহাজাহান, নির্বাচন কর্মকর্তা পারভেজ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মাকসুদা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা শামছুল আমীন, দারিদ্র বিবেচন কর্মকর্তা মোঃ শাহাজাহান, কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপসহকারী কৃষি অফিসার, বিভিন্ন ইউনিয়নের কৃষক / কৃষানি বৃন্দ উপস্থিত ছিলেন।
মেলায় বাণিজ্যিক ও উচ্চমূল্যের ফল, দেশীয় অপ্রচলিত, প্রচলিত দেশি ফল, কৃষি উপকরণ প্রদর্শনী, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পণ্য প্রদর্শনী এবং নার্সারি নিয়ে স্টল অংশগ্রহণ করেছে। এই মেলা কৃষক, উদ্যোক্তা এবং দর্শনার্থীদের জন্য দেশীয় ফলের প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি কৃষি উন্নয়ন ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশাবাদী।
মেলাটি ২৪ জুন থেকে ২৬ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০ থেকে বিকের ৫ পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। স্থানীয় কৃষক ও কৃষি উদ্যোক্তাদের উৎসাহিত করতে এবং দেশীয় ফলের প্রচার ও প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১ জুলাই ২০২৫