Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

কচুয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

চাঁদপুরে কচুয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাবায় অধিদপ্তরের আয়োজনে ৪৭তম জাতীয় সমবায় দিবস ও বণার্ঢ্য সমবায় র‌্যালি বের করা হয়েছে। রোববার(২৫ নভেম্বর) ‘সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি’ এই স্লোগানে বিশাল র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সমবায় অফিসার মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহাবুদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. হেলাল উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাবের মিয়া।

সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বটু কৃষ্ণ বসু ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, সমবায়ের সাথে সম্পৃক্ত কর্মকর্তা বৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু