চাঁদপুরের শাহরাস্তিতে বিভিন্ন ফসলি মাঠে রাতের আঁধারে মাটি কাটায় দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্ট।
১৪ মে উপজেলা নির্বাহী অফিসার নিগার সুলতানা মহোদয়ের নির্দেশনায় শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকা অবৈধভাবে রাতের আঁধারে ফসলি জমির মাটিকাটা প্রতিরোধে মধ্যরাতে শাহরাস্তি উপজেলার মোল্লার দরর্জা ও বসুপাড়া এলাকায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে দুই অসাধু মাটি খেকো ব্যক্তিকে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারার অপরাধে ১জন মাটি ব্যবসায়ী ও বেকুর ড্রাইভারকে ১,লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নিরুপম মজুমদার। উক্ত অভিযানে সহযোগিতা করেন শাহরাস্তি থানা পুলিশ ও আনসার সদস্যগণ।
উপজেলা প্রশাসন জানায় কৃষিজমি বা পরিবেশ বিধ্বংসী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর অবস্থান অব্যাহত থাকবে। নিয়ম অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদক: মো: জামাল হোসেন, ১৫ মে ২০২৫