Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে দোকানঘরে অগ্নিকান্ড : লাখ টাকার ক্ষয়ক্ষতি

হাজীগঞ্জে দোকানঘরে অগ্নিকান্ড : লাখ টাকার ক্ষয়ক্ষতি

চাঁদপুর হাজীগঞ্জ বাজারের আমিন রোডস্ত ছোট মসজিদের পশ্চিম পাশে স্বপন ভেরাইটিজ ষ্টোরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটলে হাজীগঞ্জ ফায়ার সার্বিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রনে আনে।

প্রাথমিক ভাবে জানা যায়, দোকানের গ্যাস সিলেন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আর এ অগ্নিকান্ডে দোকানের ভিতরের কোন মালামাল রক্ষা করতে না পারায় প্রায় ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ বিষয়ে দোকানের মালিক মো. স্বপন বলেন, আমি বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে প্রাথমিক ভাবে ব্যবসা চালু করেছি। বর্তমানে মুদি মালামালসহ ভ্যারাইটিজ আইটেম মিলে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে।

শনিবার সন্ধ্যায় হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি রোটা. মো. আহসান হাবিব অরুন ও সহ-সভাপতি কিরন তালুকদারসহ বর্তমান বাজার ব্যবাসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়