নেতাজীর নাম ডাক নেই কিছু কম
গরীবের জন্য যায় তার দম।
বিজয়ীটা এসেছে বহু সাধনায়
তাইতো রাত দিন কাটে ভাবনায়।
ভোটে নয় জোটে পড়েছে সীল
অর্থের হিসেবটা বড় গড়মিল।
নেতাজীর মনে তাই হারানোর ব্যাথা
রোজ তাই ভেবে যান জনতার কথা।
সাদা মনে কাঁদা নেই তার একবিন্দু
শত চোখের আড়ালে ভরে তাই সিন্দু।
লুকোচুরি খেলে যায় নেতাজীর চোখ
জনতা দেখে রোজ ফাটেনাতো মুখ।
নেতাজী ভালো লোক নেই কোন দুর্নাম
সমাজে তাই এত যশ খ্যাতি সুনাম।
সত্যের সৎপথের করেছেন শপথ
অর্থের লোভে পড়ে ভুলেন সে পথ।
এভাবেই চলে রোজ লুকোচুরি খেলা
জনতার সেবা করা হয় অবহেলা।
কবে হবে অবসান এই কানামাছি
জনতার মুখে কবে ফুটবে হাঁসি।
: আপডেট, বাংলাদেশ সময় ১২:৩০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ
[author image=”https://chandpurtimes.com/wp-content/uploads/2016/04/Kobir-Mizi.jpg ” ] ছড়াটি লিখেছেন- কবির হোসেন মিজি [/author]
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur