Home / চাঁদপুর / চাঁদপুরে নিবন্ধিত জেলেদের মাঝে রিকশাভ্যান বিতরণ
রিকশাভ্যান

চাঁদপুরে নিবন্ধিত জেলেদের মাঝে রিকশাভ্যান বিতরণ

চাঁদপুরে মৎস্য অধিদপ্তরাধীন ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত অসহায় জেলেকে বিকল্প আয়বর্ধণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রিকশাভ্যান বিতরণ করা হয়েছে।

৪ মে মঙ্গলবার সকালে চাঁদপুর সদর উপজেলা পরিষদের সামনে সদর উপজেলার নিবন্ধিত জেলেদের মধ্য থেকে ২০ জন অসহায় জেলেকে এই সহায়তা প্রদান করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শানজিদা সাহনাজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।

এছাড়াও উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুদীপ ভট্টাচার্যসহ উপকারভোগী জেলেগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের নির্দেশনা মোতাবেক, ২০ জন জেলেকেই সরেজমিনে গিয়ে তাদের ঘরবাড়ি যাচাই বাছাই করে বিকল্প আয়বর্ধণমূলক কার্যক্রমের অংশ হিসেবে এই রিকশাভ্যান বিতরণ করা হয়। 

প্রতিবেদকঃআশিক বিন রহিম