Home / উপজেলা সংবাদ / হাইমচর / চরভৈরবীতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন ইউপি সদস্য
রাস্তা

চরভৈরবীতে নিজ অর্থায়নে রাস্তা মেরামত করলেন ইউপি সদস্য

চাঁদপুর জেলা হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উত্তর পাড়া বগুলা ফকির বাড়ি হতে মাওঃ মান্নান রাড়ির মোড় দিয়ে চর আবাবিল যাওয়ার মহাসড়ক হতে শাখা সড়কের বিভিন্ন জায়গায় ভাঙা অংশে নিজ অর্থায়নে মেরামত করে।বিশিষ্ট সমাজ সেবক ৩ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ আলী আখন।

গতকাল বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলার চরভৈরবী ইউনিয়নে মহাসড়কের পাশে শাখা রাস্তা দিয়ে জনগণের পথচলায় অনুপযোগী হওয়া নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করেন। চরভৈরবী উত্তর পাড়া বগুলা ফকিরবাড়ী সংলগ্ন মান্নান হুজুরের বাড়ীর মোড় হতে চর আবাবিলে ঢুকতে সংযোগ স্থলের অবস্থা এতো ভয়ংকর যে ইতিমধ্যে অগণিত দূর্ঘটনা ঘটেছে। গাড়ী চলাচলে করতে ও নামতে উঠতে দূর্ঘটনার আশংকায় থাকেন পথিক ও গাড়ী চালকগণ।

এ সময় ইউপি সদস্য মোহাম্মদ আলী আখন বলেন, এ রাস্তার বিভিন্ন জায়গায় ভেঙে গেলে চলাচল ও গাড়ি উঠা নামায় ঝুকি রয়েছে। জনগণের সুবিধার্থে নিজ অর্থ দিয়ে মেরামত করি। যাতে জনগন রাস্তাটি দিয়ে কোন প্রকার দূর্ঘটনার না পড়তে হয়। তিনি রাস্তাটি পুনঃ সংস্কারে সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ।

এসময় উপস্থিত ছিলেন চরভৈরবী গাউসুল আজম দাখিল মাদ্রাসা শিক্ষক মোঃ রেজাউল করিম রাজিব, মাওঃ আঃ হক।

প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৯ জানুয়ারি ২০২৩