Home / জাতীয় / বেতন বাড়লো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সাংবিধানিক পদে
government-2 chandpurtimes

বেতন বাড়লো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ সাংবিধানিক পদে

বেতন বাড়লো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রী, হাইকোর্টের বিচারপতি, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও সংসদ সদস্যসহ রাষ্ট্রের এই ৯ শ্রেণির বেতন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত আইন অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

অনুমোদিত কাঠামো অনুযায়ী সবার মাসিক বেতন ৯১ শতাংশ বেড়েছে। নতুন এ কাঠামোতে রাষ্ট্রপতি পাবেন ১ লাখ ২০ হাজার টাকা।

প্রধানমন্ত্রী পাবেন ১ লাখ ১৫ হাজার টাকা।
স্পিকার পাবেন ১ লাখ ১২ হাজার টাকা।
প্রধান বিচারপতি পাবেন ১ লাখ ১০ হাজার টাকা।
মন্ত্রীরা পাবেন ১ লাখ ৫ হাজার টাকা।

হাইকোর্টের বিচারপতিরা পাবেন ৯৫ হাজার টাকা।
প্রতিমন্ত্রীরা ৯২ হাজার টাকা।
উপমন্ত্রীরা ৮৬ হাজার ৫০০ টাকা ও সংসদ সদস্যরা পাবেন ৫৫ হাজার টাকা।

চাঁদপুর টাইমিস নিউজ ডেস্ক: ।। আপডেট ০২:৩৩ পিএম ১৯ অক্টোবর, ২০১৫ সোমবার
ডিএইচ