Home / জাতীয় / রাজনীতি / যে গম গরু-ছাগল খায় না, সরকার তা মানুষের জন্য নিয়ে এসেছে : খালেদা
যে গম গরু-ছাগল খায় না, সরকার তা মানুষের জন্য নিয়ে এসেছে : খালেদা

যে গম গরু-ছাগল খায় না, সরকার তা মানুষের জন্য নিয়ে এসেছে : খালেদা

স্টাফ করেসপন্ডেন্ট :

‘পঁচা গম খাইয়ে সরকার জনগণকে মারতে চায়’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালেদা জিয়া বলেন, যে গম গরু-ছাগল, হাঁস-মুরগি খায় না, সেই গম সরকার মানুষের জন্য নিয়ে এসেছে। আসলে এই সরকার পঁচা গম খাইয়ে জনগণকে মারতে চায়।

দেশের বর্তমান পরিস্থিতি খুবই করুণ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সকলকে দেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।

ইফতার মাহফিলে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতিক), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খোন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গণি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ মুসলিম লীগের এএইচএম কামরুজ্জামান, বাংলাদেশ ইসলামিক পার্টির ব্যারিস্টার ছায়েদুল হাসান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ন্যাপ ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ পিপলস লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মাওলানা ওয়াক্কাস, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।

বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড. আব্দুল মঈন খান। ইফতার মাহফিলে অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক ড. মাহফুজ উল্লাহসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আপডেট:   বাংলাদেশ সময় : ১১ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, বুধবার ২৪ জুন ২০১৫ খ্রিস্টাব্দ, ০৯:১১ অপরাহ্ন

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কম-এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না