১০ বছর পর আবারও অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্বোধন হয়েছে। বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ে সামনে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ মঞ্জিল হোসেন পাটওয়ারী।
এ সময় তিনি বলেন, মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। মাদকের ভয়াবহতা সম্পর্কে আমরা জানি, কিন্তু মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আমাদের প্রজন্মকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তাদেরকে ক্রীড়া ও সাংস্কৃতির ধাবিত করতে হবে।
পৌর সদরের সাবেক কাউন্সিলর জাকির হোসেন গাজীর সভাপতিত্বে ও গিয়াস কবিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম পাটওয়ারী, খালেক পাটওয়ারী, পৌর বিএনপির আহবায়ক আমানত গাজী, যুগ্ম আহবায়ক জামাল হোসেন বেপারি, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুর নবী নোমান।
জানা যায়, ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি এই দিনে অমি স্মৃতি ব্যাডমিন্টনের ২য় আসর হয়েছিল। তারই ধারাবাহিকতায় ১০ বছর পর একই দিনে অমি স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলার উদ্ভোধন করেন। অমি ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের প্রথম সন্তান। এ খেলায় ১৬টি দল অংশগ্রহণ করবেন।
প্রতিবেদক: শিমুল হাছান, ৫ ফেব্রুয়ারি ২০২৫