Home / জাতীয় / রাজনীতি / যুবদল নেতার পিতার মৃত্যুতে খালেদার শোক

যুবদল নেতার পিতার মৃত্যুতে খালেদার শোক

স্টাফ করেসপন্ডেন্ট :

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ এর পিতা তোজাম্মেল হোসেন (৮৪) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক শোক বার্তায় তিনি শোক প্রকাশ করেন।

বেগম খালেদা জিয়া মরহুম তোজাম্মেল হোসেনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তার পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

অপর এক শোকবার্তায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ফরহাদ হোসেন আজাদ এর পিতা তোজাম্মেল হোসেন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।

আপডেট :   বাংলাদেশ সময় : ০৪:২৪ অপরাহ্ন, ১৯ আষাঢ় ১৪২২ বঙ্গাব্দ, শুক্রবার ০৩ জুলাই ২০১৫ খ্রিস্টাব্দ

 চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি