Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা
প্রতীকী ছবি

ফরিদগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে যুবকের আত্মহত্যা

ফরিদগঞ্জে প্রেমে ব্যর্থ হয়ে গলায় ফাস দিয়ে এক যুবক আত্মহননের খবর পাওয়া গেছে।

৮ মার্চ সোমবার উপজেলার ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের গজারিয়া এলাকার দেওয়ান বাড়ীর মৃত আনসার খানের ছেলে ইমামুল হক শাকিল (১৮) প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে।

জানা যায়, সোমবার পরিবারের সকলের সাথে আত্মীয়ের বাসায় দাওয়াত খেতে গিয়েছিল শাকিল। দাওয়াত খেয়ে পরিবারের সবাই রেখে শাকিল বাড়িতে চলে আসে।

সন্ধ্যায় পরিবারের লোকজন বাড়িতে এসে ঘরে প্রবেশ করে শাকিলকে ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ জানায়, শাকিলের সাথে পার্শ্ববর্তী একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক রয়েছে বলে স্থানীয়দের কাছে এমন গুঞ্জন শুনা গেছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানায়, আমরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি।

প্রতিবেদকঃশিমুল হাছান,৯ মার্চ ২০২১