Home / চাঁদপুর / মোহনা শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন
মোহনা শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন

মোহনা শিল্পীগোষ্ঠীর কমিটি গঠন

‎Saturday, ‎April ‎04, ‎2015  07:15:59 PM

প্রেস বিজ্ঞপ্তি :

চাঁদপুরের সাংস্কৃতিক সংগঠন মোহনা শিল্পীগোষ্ঠীর ২০১৫ সেশনের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে।

৩ এপ্রিল ২০১৫ মোহনার অস্থায়ী কার্যালয়ে শিল্পীসমাবেশের আয়োজন করা হয়।

এতে মোহনা শিল্পীগোষ্ঠীর সকল বিভাগের শিল্পীবৃন্দ, সুধীজন ও চেয়ারম্যান-এর উপস্থিতিতে সভাপতির বক্তব্য দেন গত সেশনের পরিচালক সুলতান মাহমুদুল হাসান।
এরপরই চেয়ারম্যান তার বক্তব্য ও বিশেষ মনোনীত নতুন কমিটি ঘোষণা করেন।

পুনরায় পরিচালক নির্বাচিত হন সুলতান মাহমুদুল হাসান এবং সহকারী পরিচালক হিসেবে যুগ্মভাবে মোঃ ফরহাদ আলম ও আব্দুল মাজেদ শবির।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগীত বিভাগের পরিচালক আবুল বাসার জুনায়েদ, সহকারী পরিচালক আল-আমিন, আবৃত্তি বিভাগের পরিচালক আব্দুল্লাহিল মারুফ, সহকারী পরিচালক নাঈমুল ইসলাম ইফতী, শিশু পরিচালক শামীমুল বারী, সহকারী পরিচালক ইজাজ আহমেদ, শিল্পী আদনান যায়েদী তাহমিদ, জুবায়ের মাক্কী প্রমুখ।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫